ব্রিটেনে করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশির মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ব্রিটেনের ম্যানচেস্টারে প্রথম একজন বাংলাদেশি মারা গেছেন। করোনাভাইরাস শনাক্ত হওয়ার পাঁচদিন পর রোববার তিনি ম্যানচেস্টারের একটি হাসপাতালে মারা যান। তবে মৃত ব্যক্তির নাম পরিচয় এখনো জানা যায়নি।

মৃত ব্যক্তির ছেলে জানিয়েছেন, ইতালিতে বেড়াতে গিয়ে তার বাবা করোনাভাইরাসে আক্রান্ত হন। এরপর ম্যানচেস্টারে ফেরার পর চিকিৎসকরা তাকে আইসোলেশনে রাখে। কিন্তু ৬০ বছর বয়সী ব্রিটিশ-বাংলাদেশি ওই ব্যক্তির শ্বাসকষ্ট, হৃদরোগ ও উচ্চ রক্তচাপ থাকায় তিনি দ্রুতই অসুস্থ হয়ে পড়েন।

৩ মার্চ ওই ব্যক্তি ইতালি থেকে ব্রিটেনে ফেরেন। এরপরই তিনি হাসপাতালে ভর্তি হন। সূত্র: বিবিসি

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on: