করোনাভাইরাস থেকে বাঁচতে মদ্যপান: ইরানে ২৭ জনের মৃত্যু

মদ্যপান করলে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে না এমন গুজবে অতিরিক্ত মদ্যপানে ইরানে ২৭ জনের মৃত্যু হয়েছে। অতিরিক্ত মদ্যপানের কারণে মিথানলের বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ।

জানা গেছে, চীন ছাড়া ইতালি ও ইরানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। ইরানে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে।

এরই মধ্যে ইরানে ছড়িয়ে পড়ে মদ্যপানে করোনাভাইরাস মুক্তির গুজব। আর এই গুজবেই প্রাণ হারিয়েছে ২৭ জন। এছাড়া মদ্যপান করে প্রায় তিন শতাধিক মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন।

দেশটির দক্ষিণ-পশ্চিম অঞ্চলের কুজেস্তানে মদ্যপানে হতাহতের সংখ্যা সবচেয়ে বেশি। এছাড়া ইরানের উত্তরাঞ্চলের আলবরজ প্রদেশের ৭ জন বাসিন্দা মদ্যপান করে প্রাণ হারিয়েছেন। সূত্র: এবিসি নিউজ

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on: