কানাডার ফার্স্ট লেডি করোনা আক্রান্ত

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী সোফি গ্রেগরির শরীরে করোনাভাইরাসের উপস্থিতি নিশ্চিত করেছেন চিকিৎসকরা। বর্তমানে তারা দু’জনই স্বেচ্ছায় আইসোলেশনে রয়েছেন। দেশটির প্রধানমন্ত্রীর দপ্তরের বরাত দিয়ে বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এই তথ্য দেয়া হয়েছে।

জানা গেছে, বুধবার যুক্তরাজ্যে এক অনুষ্ঠানের পর খানিকটা অসুস্থ বোধ করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী সোফি গ্রেগরি। এরপর থেকে করোনাভাইরাসে আক্রান্তের শঙ্কায় ট্রুডো ও তার স্ত্রী স্বেচ্ছায় আইসোলেশনে রয়েছেন। সেখানে পরীক্ষা-নিরীক্ষায় সোফি গ্রেগরির শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেলেও প্রধানমন্ত্রী ট্রুডোর শরীরে করোনার কোনো লক্ষণ দেখা যায়নি। তবে ট্রুডোকে ১৪দিন আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়েছে, অটোয়ায় প্রাদেশিক নেতাদের সঙ্গে অনুষ্ঠিতব্য বৈঠক আপাতত স্থগিত করেছেন ট্রুডো। আর বিশ্ব নেতাদের সঙ্গে করোনাভাইরাস নিয়ে কেবিনেট আলোচনাও ভার্চ্যুয়ালি করবেন বলে ট্রুডোর অফিসের বরাত দিয়ে জানায় বিবিসি।

 

টাইমস/জিএস

Share this news on: