কুয়েতে বন্যায় একজনের মৃত্যু

কুয়েতে বন্যায় একজনের মুত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ। তবে এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কয়েকজনের মৃত্যুর খবরকে গুজব বলেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

শুক্রবার দেশজুড়ে বন্যা দেখা দেয়ার পর জরুরি অবস্থা জারি করেছিল কুয়েত অয়েল কোম্পান। শনিবার তারা জরুরি অবস্থা প্রত্যাহার করে নেয়।

এদিকে কুয়েতের তেল স্থাপনাগুলোতে ফের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে বলে জানা গেছে।

ভারী বর্ষণের কারণে কুয়েতের গুরুত্বপূর্ণ স্থাপনা ও সড়কগুলো থেকে পানি উঠেছে। এজন্য সেনাবাহিনী ও ন্যাশনাল গার্ড নামানো হয়েছে। বন্যার সঙ্কট মোকাবিলায় ব্যর্থতার দায় স্বীকার করে দেশটির দুই মন্ত্রী পদত্যাগও করেছেন।

Share this news on: