করোনায় স্পেনের রাজকুমারীর মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন স্পেনের রাজকুমারী মারিয়া তেরেসা। এতে রাজপরিবারে নেমে এসেছে শোকের ছায়া। তার বয়স হয়েছিল ৮৬ বছর। নোভেল করোনাভাইরাস সংক্রমণে এই প্রথম কোনও রাজপরিবারের সদস্যের প্রাণ গেলো।

রোববার ফেসবুকে মারিয়া তেরেসার মৃত্যুর কথা নিশ্চিত করেছেন তার ভাই প্রিন্স সিক্সতো এনরিকে ডি বোর্বন, ডিউক অব আরানজুয়েজ। তিনি জানান, মারিয়া তেরেসার কোভিড-১৯ আক্রান্ত হয়েছিলেন। বৃহস্পতিবার প্যারিসে তার মৃত্যু হয়েছে। শুক্রবার স্পেনের মাদ্রিদে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

এক প্রতিবেদনে দ্য ইকোনোমিক টাইমস’ জানায়, প্রিন্স হাভিয়ার এবং ম্যাডেলিন ডি বর্বোন বাসেটের কন্যা মারিয়া তেরেসার জন্ম ১৯৩৩ সালের ২৮ জুলাই ফ্রান্সে এবং সেখানেই পড়াশোনা করেছিলেন তিনি। প্যারিস এবং মাদ্রিদের বিশ্ববিদ্যালয়েও তেরেসা অধ্যাপনা করেছিলেন।

স্পেনে করোনাভাইরাস মহামারী ভয়াবহ আকার ধারণ করেছে। প্রতিদিনই দেশটিতে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা।

 

টাইমস/এইচইউ

Share this news on: