ইরানে রাস্তায় ঘুরছে করোনা টেস্ট সেন্টার

তথ্য প্রযুক্তি, যুদ্ধ কৌশলসহ নানা বিষয়ে বহুদূর এগিয়ে গেছে ইরান। তেহরানের ঘোর বিরোধী দেশগুলোর গবেষকরাই এ কথা স্বীকার করছেন। তবে ইরান যে স্বাস্থ্য সেবায় এতদূর পৌঁছে গেছে তা হয়তো অনেকের অজানাই ছিল। আর সেই অজানাকেই এবার তারা প্রকাশ্যে এনেছে। সম্প্রতি তারা করোনাভাইরাস পরীক্ষা করার জন্য ভ্রাম্যমাণ টেস্ট সেন্টার চালু করেছে। এই টেস্ট সেন্টার দেশটির রাস্তায় রাস্তায় ঘুরে সেবা দিচ্ছে।

জানা গেছে, করোনাভাইরাসের সংক্রমণে ইরানের অবস্থা একেবারে নাজেহাল। দেশটিতে এ ভাইরাসে বহু মানুষের প্রাণহানি ঘটেছে। তারপরও তারা দমে যায়নি। এরই মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সেবায় ইরানের চিকিৎসক ও নার্সদের আত্মত্যাগ বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে।

এবার তারা মানুষের শরীরে করোনার উপস্থিতি টেস্ট করার জন্য চালু করেছে ভ্রাম্যমাণ টেস্ট সেন্টার। এই কাজে দেশটির সেচ্ছাসেবী সংস্থা বাসিজ এগিয়ে এসেছে। এই উদ্যোগের ফলে ইরানিরা খুব সহজেই করোনা টেস্ট করিয়ে নিতে পারছেন।

সম্প্রতি বাসিজ সংস্থার প্রধান ব্রিগেডিয়ার জেনারেল গোলাম রেজা সুলেমানির উপস্থিতিতে এই ভ্রাম্যমাণ করোনা টেস্ট সেন্টার উদ্বোধন করা হয়।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on: