গণকবর খুঁড়ে প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন

নভেল করোনাভাইরাস। চীনের উহানে প্রথমে শনাক্ত হওয়া এ ভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের প্রায় সব দেশ ও অঞ্চলে। এতে প্রতিনিয়ত মৃতের সংখ্যা বাড়ছে, বাড়ছে আক্রান্তের সংখ্যাও।

এই ভাইরাস জনিত কোভিড-১৯ রোগে পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনে ইতোমধ্যেই এক হাজার ৩০৮ জন মানুষ আক্রান্ত হয়েছেন। তার মধ্যে ৩৭ জন মারা গেছেন। ধারণা করা হচ্ছে, দেশটিতে মৃত্যুর হার লাফিয়ে বেড়ে উঠবে।

করোনাভাইরাসের এই পরিস্থিতিতে মৃতদের জন্য আগাম প্রস্তুতি নিয়ে রাখছে দেশটি। গণকবর খোঁড়া শুরু হয়েছে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ডিনিপ্রো শহরে।

স্থানীয় একটি সংবাদসংস্থার প্রতিবেদনে বলা হয়, ৩ এপ্রিল ৬০০টির মতো গণকবর খোঁড়া হয়েছে ডিনিপ্রো শহরে। সরকারের সহায়তায় খোঁড়া হয়েছে এসব কবর। এছাড়া মরদেহের জন্য কয়েক হাজার ব্যাগও প্রস্তুত রাখা হয়েছে।

 

টাইমস/জিএস

Share this news on: