সব দলের সঙ্গে আলোচনার প্রস্তাব থেরেসা মের

অনাস্থা ভোটে জিতে ব্রেক্সিট চুক্তির নতুন খসড়া তৈরিতে পার্লামেন্টের সব দলের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে। লন্ডনে এক সংবাদ সম্মেলনে এ প্রস্তাব দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

থেরেসা মে চাইছেন নতুন প্রস্তাবটি সোমবারই উত্থাপন করবেন। এরইমধ্যে বিভিন্ন দলের নেতাদের সঙ্গে বৈঠকও করেছেন মে।

সংবাদ সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, আস্থা ভোটে জয় পাওয়ায়, নতুন করে সব ধরনের বিকল্প পথ অনুসন্ধানের চেষ্টা করতে চাই। সবার সঙ্গে আলোচনা করে একটি সমাধান বের করব। তবে তার আলোচনায় যোগ দিতে রাজি হননি লেবার পার্টির নেতা জেরেমি করবিন।

হেস্টিংয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, চুক্তিহীন বেক্সিট করা নিয়ে কোনো আলোচনায় বসবেন না তিনি।

জেরেমি করবিন বলেন, প্রধানমন্ত্রী থেরেসা মের বিকল্প প্রস্তাবের বিষয়টি ধাপ্পাবাজি। চুক্তিহীন ব্রেক্সিট ছাড়া প্রকৃতপক্ষে নতুন কিছু নেই তার কাছে।

এদিকে নতুন গণভোটের আহবান জানিয়ে যুক্তরাজ্যের ১৭০ ব্যবসায়ী বিবৃতি দিয়েছেন।

এছাড়া ফ্রান্সের প্রধানমন্ত্রী এডোয়ার্ড ফিলিপ্পি জানিয়েছেন, চুক্তিহীন ব্রেক্সিটের পথেই হাঁটছে যুক্তরাজ্য।

প্রসঙ্গত, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে সম্পর্কচ্ছেদে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের পরিকল্পনা প্রস্তাব ৬৫০ সদস্যের হাউস অব কমন্সে মঙ্গলবার ৪৩২-২০২ ভোটে বাতিল হয়।

এ সুযোগে লেবার পার্টির নেতা জেরেমি করবিন থেরেসা মে সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন।

বুধবার অনুষ্ঠিত হয় সে অনাস্থা ভোট। তাতে ৩২৫-৩০৬ ভোটে অর্থাৎ মাত্র ১৯ ভোটের ব্যবধানে টিকে যান প্রধানমন্ত্রী থেরেসা মে।

 

টাইমস/এক্স

Share this news on: