আকস্মিক ঝড়ে ক্ষতিগ্রস্থ ‘তাজমহল’

ভারতের আগ্রায় আকস্মিক বজ্রবৃষ্টি ও ঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্থ হয়েছে পৃথিবীর অন্যতম সৌন্দর্য্যমন্ডিত স্থাপনা ‘তাজমহল’। ঝড়ে তাজমহলের লাল বেলেপাথর ও মার্বেলের রেলিংসহ কাঠের মুল দরজাও ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়া বজ্রবৃষ্টির কবলে পড়ে তিন জনের মৃত্যু হয়েছে।

ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, শুক্রবার রাতে আগ্রায় আঘাত হানা ঝড়ের গতিবেগ ছিল ১২৪ কিলোমিটার। ওই ঝড়ের প্রভাবে আগ্রার বিভিন্ন এলাকায় গাছপালা উপড়ে গেছে। ভেঙ্গে পড়েছে ঘরবাড়ি।

তাজমহলে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার (এএসআই) কনজারভেশন অ্যাসিসট্যান্ট অঙ্কিত নামদেব জানান, বৃষ্টি এবং ঝড়ের কারণে বিশ্ব ঐতিহ্যের ঐতিহাসিক স্থাপত্য ‘তাজমহল’ ক্ষতিগ্রস্থ হয়েছে। যমুনা নদীর দিকে মূল স্তম্ভের পিছনে মার্বেল রেলিংয়ের একাংশ পড়ে গিয়েছে। এছাড়া বেলেপাথরের একটি রেলিং পড়ে গিয়েছে।

অঙ্গিত নামদেব আরও বলেন, প্রবল হাওয়ার বেগে তাজমহলের কাঠের প্রধান গেটটি কাত হয়ে গিয়েছে। যা মনুমেন্টের বাইরের ফলস সিলিংকে উপড়ে নিয়ে গিয়েছে এবং তাজমহলের একটি গেটকে ক্ষতিগ্রস্থ করেছে। সূত্র- হিন্দস্তান টাইমস

 

টাইমস/এসএন

Share this news on: