করোনার অযুহাতে কলকাতায় 'বাসভাড়া' বাড়ছে না

বৃহস্পতিবার থেকে কলকাতায় বেসরকারি বাস-মিনিবাস চলাচল শুরু হবে। আগেই চালু হয়েছে সরকারি বাস-মিনিবাস। বেসরকারি বাস মালিকদের দাবি ছিল বাস ভাড়া বৃদ্ধি করার। তবে কলকাতা সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে, এই পরিস্থিতি বাস ভাড়া বৃদ্ধি করার কোন সুযোগ নেই।

বাস ভাড়া বাড়ানো সংক্রান্ত বিষয়ে বুধবার মালিক ও সরকারের মধ্যে আলোচনা হয়। ঐ আলোচনায় সিদ্ধান্ত হয়, এখনই বাস ভাড়া বাড়ানো হবে না। বাস ভাড়া বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নিবে রেগুলেটরি কমিটি।

কলকাতার বাসগুলো যত সীট তত যাত্রী নিয়ে বাস-মিনিবাস চলাচল করবে।

জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটের পক্ষে তপন বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা এ ভাবে করোনার নাম করে ভাড়া বাড়াচ্ছি না। তবে কাল থেকে ধীরে ধীরে বাস নামবে। সরকার রেগুলেটরি কমিটি করেছে। তারা ভাড়া বাড়ানোর পক্ষে মত দিয়েছে। আমরা এই সিদ্ধান্ত তাদের উপরে ছেড়ে দিচ্ছে। আপাতত পুরনো ভাড়াতেই পথে নামছে বাস।”

সূত্র: আনন্দবাজার

 

টাইমস/টিএইচ

Share this news on: