মায়ের বুকের দুধে করোনা ছড়ায় না -বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনাভাইরাসে আক্রান্ত মায়ের বুকের দুধ পান করলেও শিশুরা সংক্রমিত হবে না বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এমনকি শিশুকে করোনা থেকে সুরক্ষিত রাখতে মায়ের বুকের দুধই যথেষ্ট বলে জানিয়েছে সংস্থাটি।

সংস্থাটির প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়াসুস বলেছেন, আমরা জানি কোভিড-১৯ রোগে শিশুদের আক্রান্ত হওয়ার ঝুঁকি কম। কিন্তু অনেক রোগ আছে যেগুলো মায়ের বুকের দুধ খাওয়ার জন্য শিশুদের ঝুঁকিতে ফেলে দেয়। কিন্তু এখনো করোনার ক্ষেত্রে এ ধরণের নজির পাওয়া যায়নি।

তেদ্রোস বলেন, পরীক্ষা নিরীক্ষায় প্রাপ্ত তথ্য মতে কোভিড-১৯ রোধে শিশুকে মায়ের বুকের দুধ খাওয়ানো বেশি জরুরি।

এদিকে সংস্থাটির প্রজনন স্বাস্থ্য এবং গবেষণা বিভাগের সিনিয়র উপদেষ্টা অংশু ব্যানার্জি বলেছেন, বুকের দুধে ভাইরাসের অসম্পূর্ণ অংশ শনাক্ত হয়েছে। তবে সেগুলো জীবিত নয়। এখন পর্যন্ত আমরা বুকের দুধে সক্রিয় ভাইরাস শনাক্ত করতে পারিনি। তাই বুকের দুধ থেকে শিশুদের আক্রান্ত হওয়ার ঝুঁকি নেই।

 

টাইমস/এসএন

Share this news on: