এবার ভারতের আকাশে উড়ছে অস্ত্রসহ পাকিস্তানী ড্রোন

চীনকে সামলাতেই লেঁজে গোবরে অবস্থা ভারতের। লাদাখের বেশ কিছু এলাকা এরই মধ্যে দখল করে বসে আছে লালফৌজের দল। এসব নিয়ে মোটেই স্বস্তিতে নেই ভারত। এমন অস্বস্তিকর পরিস্থিতির মাঝেই এবার পাকিস্তান যেন নতুন করে ভারতকে নাড়িয়ে দেখতে চাইছে। পাকিস্তান-ভারত সীমান্তে একটার পর একটা ঘটনা ঘটেইে চলেছে।

এবার ভারতের জম্মু-কাশ্মির সীমান্তে অস্ত্রবাহী ড্রোন পাঠিয়েছে পাকিস্তান। যদিও ড্রোনটি ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) ভূপাতিত করেছে। তারপরও বিষয়টি নিয়ে মোটেই স্বস্তিতে নেই ভারত।

শনিবার ভোর ৫টার দিকে পাক ড্রোনটিকে কাশ্মিরের কাঠুয়া সংলগ্ন সীমান্ত এলাকায় উড়তে দেখে বিএসএফ। আনন্দবাজারের খবরে বলা হয়েছে, ড্রোনটি থেকে একটি মার্কিন এম-৪ রাইফেল, দুটি ম্যাগাজিন ও প্রচুর গোলাবারুদ উদ্ধার করেছে ভারতীয় বাহিনী।

এব্যাপারে ভারতীয় পুলিশ জানিয়েছে, উপত্যকার ‘সন্ত্রাসীদের’ অস্ত্র সরবরাহ করতেই পাক ড্রোনটি পাঠানো হয়েছিল। যার কাছে ওই অস্ত্র পাঠানো হয়েছিল, তার নামও জানা গেছে। ‘আলি ভাই’ নামে যার নাম ওই ড্রোনে লেখা ছিল, তিনি নিষিদ্ধ সংগঠন জইশ-ই-মহম্মদের সদস্য।

 

টাইমস/এসএন

Share this news on: