ট্রাম্প প্রশাসন আলোচনায় আন্তরিক : তালেবান  

আফগানিস্তানে যুদ্ধ অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে তালেবানের যে শান্তি আলোচনা শুরু হয়েছে তাতে মার্কিন প্রশাসন আন্তরিক বলে মনে করছে তালেবান। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনার অগ্রগতি বিষয়ে তিনি বলেন, এখন পর্যন্ত তো দেখে মনে হচ্ছে ট্রাম্প প্রশাসন বেশ আন্তরিক। তারা যদি আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে, তাহলে ইসলামি শাসন ব্যবস্থা কায়েমের পথ খুলে যাবে।

আফগান তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ শুক্রবার রয়টার্সকে বলেন, আপাতত নীতিগত অবস্থানের ওপর একটি সমঝোতা হয়েছে। এখন যুক্তরাষ্ট্র যদি সেই সমঝোতা বাস্তবায়ন করে আর তারা যদি সততার সঙ্গে পদক্ষেপ নেয় তাহলে ইনশাল্লাহ আফগানিস্তানে মার্কিন দখলদারিত্বের অবসান হবে।

২৬ ফেব্রুয়ারি কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্রের সঙ্গে পরবর্তী আলোচনা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি।

 

টাইমস/এইচইউ

Share this news on: