সেরামের কারখানায় আগুন, ৫ জনের লাশ উদ্ধার

ভারতের পুনেতে করোনার ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটের নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডে ৫ জনের মৃত্যু হয়েছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। তবে ভ্যাকসিন তৈরির প্রক্রিয়ার কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

বৃহস্পতিবার দুপুরের দিকে পুনেতে সেরামের মঞ্জরির কারখানার পঞ্চম তলায় আগুন লাগে। এখানেই উৎপাদন করা হচ্ছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত কোভিশিল্ড ভ্যাকসিন।

এক বিবৃতিতে সেরাম ইন্সটিটিউট জানিয়েছে, আগুনে নির্মাণাধীন ভবনের কয়েকটি তলা ভস্মীভূত হয়েছে। তবে কোভিশিল্ড উৎপাদনের ক্ষেত্রে এই অগ্নিকাণ্ডের ঘটনা কোনও নেতিবাচক প্রভাব ফেলবে না।

 

টাইমস/এসএন

Share this news on: