পুতিনের পতনের দাবিতে উত্তাল রাশিয়া, ব্যাপক ধরপাকড়

সরকার পতনের দাবিতে উত্তাল রাশিয়ার মস্কো। এ আন্দোলন ছড়িয়ে পড়েছে দেশটির অন্তত ৬০টি শহরে। শনিবারের (২৩ জানুয়ারি) এ বিক্ষোভ দমনে আন্দোলনকারীদের ওপর চড়াও হয় দাঙ্গা পুলিশ। শুরু হয়েছে ধরপাকড়।

বিবিসি বলছে, দেশটির বিরোধী দলীয় নেতা আলেক্সাই নাভালনির মুক্তির দাবিতে ডাকা বিক্ষোভে অংশগ্রহণকারীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। অনেককেই গ্রেপ্তার করা হয়েছে। এখন পর্যন্ত রাজধানী মস্কো থেকে ১০ জনের অধিক আন্দোলনকারীকে আটক করা হয়েছে।

আটকদের মধ্যে রয়েছেন দেশটির বিরোধী দলীয় নেতা নাভালনির মুখপাত্র, আইনজীবী ও বেশ কয়েকজন নিকটতম ব্যক্তি। তবে নাভালনির স্ত্রী উলিয়াকে আটক করা হলেও পরে তাকে ছেড়ে দেয়া হয়েছে।

এদিকে দেশটির সাইবেরিয়া অঞ্চলের ইয়াকুটস্ক শহরে নাভালনির পক্ষে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তীব্র হিমশীতল আবহাওয়াকে উপেক্ষা করে রাস্তায় নেমে এসেছেন বহু মানুষ।

 

টাইমস/এসএন

Share this news on: