মিয়ানমারে জান্তা সমর্থকদের সঙ্গে বিরোধীদের সংঘর্ষ

মিয়ানমারে জান্তা সরকারের সমর্থকদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছে সেনা বিরোধী সমর্থকরা। এতে অনেকেই আহত হয়েছেন। দেশটির সেনাবাহিনীর সমর্থনে ইয়াঙ্গুনের রাজপথে নেমে আসে মানুষ। এসময় তারা গণতন্ত্রপন্থী অং সান সু চির সমর্থকদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনার পর দেশটিতে নিরাপত্তা বাহিনী টহল জোরদার করেছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সংঘর্ষ চলাকালীন উভয়পক্ষের সমর্থকদের কাছ থেকে ধারালো অস্ত্র ও লাঠিসোটা জব্দ করেছে দেশটির পুলিশ। বর্তমানে দেশটির রাস্তায় রাস্তায় মারমুখী অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলাবাহিনী।

বিক্ষোভকারীদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, সংঘর্ষের ঘটনাটি মিয়ানমারের পরিস্থিতি আরও খারাপ দিকে ঠেলে দিবে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ এরই মধ্যে লাগাতার আটক অভিযান শুরু করেছে।

এদিকে সংঘর্ষের পর মিয়ানমারের জান্তা বিরোধীরা জানিয়েছে, সেনা সরকার দেশকে ভিন্নভাবে উপস্থাপন করার অপচেষ্টা শুরু করেছে। কিন্তু জান্তা সরকারের কোনো অপচেষ্টা আর সফল হতে দেয়া হবে না।

 

টাইমস/এসএন

Share this news on: