পাবজির মতো নতুন গেম ‘গার্ডিয়ানস অব আল-আকসা’

মুসলিমদের তৃতীয় পবিত্রতম মসজিদ ও প্রথম কেবলা ‘আল আকসা’ নিয়ে তৈরি হয়েছে গেম। যার নাম ‘গার্ডিয়ানস অব আল-আকসা’। জনপ্রিয় পাবজি ও ফ্রি ফায়ার গেমের মতই এই গেমটি খেলা যাবে। গেমটি তৈরি করেছে ফিলিস্তিনের একটি সামাজিক ও স্বাংস্কৃতিক সংগঠন।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহেই গেমটির দ্বিতীয় সংস্করণ চালু হচ্ছে। এর প্রথম সংস্করণ অনলাইন থেকে দুই লাখেরও বেশি মানুষ ডাউনলোড করেছেন।

ইসরাইলের দখলকৃত ফিলিস্তিনি ভূখন্ড জেরুজালেমে অবস্থতি পবিত্র এ মসজিদটিতে মুসল্লিরা নামাজ আদায় করতে গিয়ে প্রতিদিনই বাধার সম্মুখীন হয়। ইসরাইলি বাহিনীর হামলায় হতাহতের ঘটনাও ঘটে। এসব বিষয় তুলে ধরেই গেমটি তৈরি করা হয়েছে।

গেমটির প্রস্তুতকারি সংস্থা বুর্জ আল-লুকলুকের প্রধান মুনতাসির জানান, ভিডিও গেমটি তুরস্ক, ইউরোপ ও ইন্দোনেশিয়ায় বেশি ডাউনলোড করা হয়েছে। গেমটির জনপ্রিয়তার কথা মাথায় রেখেই দ্বিতীয় সংস্করণ চালু করা হয়েছে।

 

টাইমস/এসএন

Share this news on: