শীর্ষ সামরিক শক্তির দেশ এখন চীন

করোনার ছোবলে পৃথিবীর থরকম্প অবস্থা। শীর্ষ অর্থনীতির দেশ কিংবা শীর্ষ সামরিক শক্তির দেশ, সবাই যেন করোনা আতঙ্কে যবুথবু। যাকে বলে ঠ্যালায় পড়ে ‘বাঘে-মহিষে এক ঘাটে জল খাওয়া’।

তবে করোনা মহামারী মাথায় নিয়ে ধীরে ধীরে দেশগুলো সাভাবিক গতিধারায় ফিরতে মরিয়া। সবাই নিজ নিজ দেশের অর্থনীতির চাকা সচলে সোচ্চার। তবে সেই গতিতে হয়তো সবাইকে পিছনে ফেলে দিয়েছে চীন। শি জিনপিং এর চীন করোনা সংক্রমণের আতুরঘর হলেও তারা এখন বিশ্বের শীর্ষ সামরিক শক্তির দেশ। আর করোনার আঘাত মাথায় নিয়েই এই কৃতিত্ব অর্জন করেছে দেশটি।

প্রতিবছর সামরিক খাতে মার্কিন যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় বাজেট ব্যয় করলেও এবার আর চীনের সঙ্গে তারা পেরে উঠতে সক্ষম হয়নি। জো বাইডেনের আমেরিকাকে পেছনে ফেলে দিয়েছেন শি জিনপিং।

সম্প্রতি বিশ্বের বৃহৎ দেশগুলোর সেনাবাহিনীর সক্ষমতা ও শক্তি যাচাই করতে পরিচালিত এক সমীক্ষায় এমনই তথ্য উঠে এসেছে।

সেনা প্রতিরক্ষা সংক্রান্ত ওয়েবসাইট ‘মিলিটারি ডিরেক্ট’ এসব তথ্য দিয়েছে। সমীক্ষা বলছে, ‘আলটিমেট মিলিটারি স্ট্রেংথ ইনডেক্স’ সূচকে যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেছে চীন।

সূচকে ১০০ তে ৮২ পয়েন্ট পেয়ে শীর্ষে রয়েছে চীন। আর দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। জো বাইডেনের দেশ চীনের চেয়ে ৮ পয়েন্ট কম পেয়েছে। ৭৪ পয়েন্ট নিয়ে মার্কিনীরা এখন বিশ্বের দ্বিতীয় শক্তিশালী সামরিক শক্তির দেশ।

এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে সাবেক সোভিয়েত খ্যাত রাশিয়া। আর এই তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে ভারত।

তবে ‘মিলিটারি ডিরেক্ট’ এর এই সমীক্ষা আদৌ যুক্তরাষ্ট্র মানবেন কিনা তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।

 

টাইমস/এসএন

Share this news on: