ভ্যাকসিনের বণ্টন নিয়ে উদ্বিগ্ন জাতিসংঘ মহাসচিব

বিশ্বব্যাপী করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা। এ অবস্থায় উন্নত দেশগুলো করোনার ভ্যাকসিন মজুত করায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

রোববার (২৮ মার্চ) কানাডার সিবিসি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

অ্যান্তোনিও গুতেরেস সিবিসি চ্যানেলকে বলেন, করোনার ভ্যাকসিন বণ্টনে বিশ্বজুড়ে যে অন্যায্যতা দেখা দিয়েছে তা নিয়ে আমি খুবই শঙ্কিত। উন্নত দেশগুলোর হাতে ভ্যাকসিন মজুত রয়েছে। অন্যদিকে অনুন্নত দেশগুলোতে ভ্যাকসিন এখনও পৌছায়নি। উন্নত দেশগুলো তাদের প্রয়োজনের অতিরিক্ত ভ্যাকসিন জমিয়ে রেখেছে।

গুতেরেস আরও বলেন, করোনার ভ্যাকসিন তো বিলাসজাত পণ্য নয় যে, এটি মজুত করে রাখবেন। এটা মানুষের জন্য। মানুষের কাছে পৌছে দেয়াই ন্যায্যতা, মানবতা। কারণ এই ভ্যাকসিন বিশ্বের সকল মানুষের পাওয়ার অধিকার রয়েছে।

সংস্থাটির প্রধান বলেন, আমি উন্নত দেশগুলোকে আহ্বান জানাচ্ছি, আপনারা ভ্যাকসিন মজুত করা বন্ধ করুন। মানুষের কাছে ভ্যাকসিন পৌছে দিন।

 

টাইমস/এসএন

Share this news on: