কূটনীতিকদের মিয়ানমার ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

মিয়ানমার থেকে প্রয়োজনের অতিরিক্ত কূটনীতিকদের দেশে ফেরার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। জান্তা সরকারের লাগাতার ধরপাকড় ও গ্রেপ্তার অভিযানের পর মার্কিন যুক্তরাষ্ট্র এমন নির্দেশনা দিয়েছে।

তুরস্ক ভিত্তিক বার্তা সংস্থা আনাদোরু এজেন্সি খবরে বলা হয়েছে, মিয়ানমারে গণতন্ত্রকামীদের সঙ্গে জান্তা সরকারের রক্তক্ষয়ী সহিংসতা শুরু হয়েছে। প্রতিদিনই আইনপ্রয়োগকারী বাহিনীর গুলিতে মানুষ মরছে। গ্রেপ্তার হচ্ছেন শত শত মানুষ। এ অবস্থায় মিয়ানমারে অবস্থান করা মার্কিন কূটনৈতিক মিশনে কর্মরত অতিরিক্ত কর্মকর্তাদের নিজ দেশে ফিরে যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

এদিকে গত শনিবার সামরিক বাহিনীর গুলিতে নাইপিদো, মান্দালয়সহ বিভিন্ন স্থানে অন্তত ১৪১ জন নিহত হয়েছেন। তারপরও দেশটিতে সামরিক সরকারের বিরুদ্ধে বিক্ষোভ থামছেই না।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মনিপুর ছাড়াও মিয়ানমারের কারেন রাজ্য থেকে তিন হাজারের বেশি কারেন শরণার্থী প্রতিবেশী থাইল্যান্ডে আশ্রয় নিয়েছে। থাই সেনারা মিয়ানমারের এসব নাগরিকদের সীমান্তের কাছেই আটকে রেখেছে।

 

টাইমস/এসএন

Share this news on: