ভারতে একদিনেই ৭২ হাজার করোনা রোগী শনাক্ত, ছড়িয়েছে আতঙ্ক

ভারতে একদিনেই ৭২ হাজার ৩৩০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যা গত অক্টোবরের পর দেশটিতে এটিই একদিনের হিসেবে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।

বুধবার (৩১ এপ্রিল) পর্যন্ত ভারতে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে এক কোটি ২২ লাখ ২১ হাজার ৬৬৫ জন। এর আগে গত বছরের ১১ অক্টোবর ৭৪ হাজার ৩৮৩ জন করোনায় আক্রান্ত হয়েছিলেন।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভারতে টিকাদান কর্মসূচির তৃতীয় ধাপ শুরু হয়েছে। ঠিক এমন সময়েই রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্তের ঘটনায় দেশটিতে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে।

এর আগে গত ১ মার্চ থেকে ভারতে ৪৫ থেকে ৬৫ বছর বয়স্কদের করোনার টিকা দেয়া হয়েছে। স্বাস্থ্যকর্মী ও স্বাস্থ্যবিভাগের সংশ্লিষ্টদের অগ্রাধিকার ভিত্তিতে টিকাদান কর্মসূচিতে অন্তুর্ভূক্ত করা হয়।

 

টাইমস/এসএন

Share this news on: