ভারতীয় জলসীমায় মার্কিন যুদ্ধজাহাজ, সম্পর্কে টানাপোড়েন

সাম্প্রতিক ভারত-যুক্তরাষ্ট্রের মৈত্রী বেশ আলোচিত। গত কয়েক বছর ধরেই দেশদুটি একসঙ্গে পথ চলছে। সামরিক কিংবা বাণিজ্য, সব ক্ষেত্রেই দেশদুটির কৌশল একে অন্যের পরিপূরক। বিশেষ করে চীনকে কাবু করতে ভারতকে কাছে টেনেছে যুক্তরাষ্ট্র। যা পানির মতো পরিষ্কার।

কিন্তু বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জোয়ার চলাকালেই এবার ঘটে গেল ভিন্ন ঘটনা। ভারতের জলসীমায় ঢুকে পড়েছে মার্কিন যুদ্ধজাহাজ। এ নিয়ে ভারতের তরফে প্রতিক্রিয়াও জানানো হয়েছে যথাযথ ভাবে।

দ্য ওয়ালে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের অনুমতি ছাড়াই দেশটির জলসীমায় ঢুকে পড়ে মার্কিন নৌবাহিনীর মিসাইল বিধ্বংসী যুদ্ধজাহাজ। এ ঘটনাকে আন্তর্জাতিক চুক্তির খেলাপ বলে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত সরকার।

তবে যুক্তরাষ্ট্রের দাবি, যদিও ভারতের লক্ষদ্বীপের কাছাকাছি পৌছে গিয়েছিল মার্কিন জাহাজ। তারপরও এতে চুক্তিভঙ্গের কিছু হয়নি।

বিশ্লেষকরা বলছেন, মার্কিন যুদ্ধজাহাজের তৎপরতায় যুক্তরাষ্ট্র-ভারতের সম্পর্কে নতুন করে টানাপোড়েন সৃষ্টি হয়েছে।

প্রসঙ্গত, গত ৭ এপ্রিল লক্ষদ্বীপের ১৩০ নটিক্যাল মাইল সীমানার মধ্যে ঢুকে পড়ে মার্কিন নৌবাহিনীর মিসাইল বিধ্বংসী যুদ্ধজাহাজ 'ইউএসএস জন পল জোনস'।

 

টাইমস/এসএন

Share this news on: