পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ যুবক নিহত, উত্তাল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে আবারও কৃষ্ণাঙ্গ যুবক নিহতের ঘটনা ঘটেছে। দেশটির মিনোসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম দান্তে রাইট (২০)। রোববার বিকালে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

এঘটনায় সোমবার (১২ এপ্রিল) যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে।

বিক্ষোভকারীদের ওপর পুলিশ টিয়ারগ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করেছে। এছাড়া দেশটির ব্রুকলিন সেন্টারে জারি করা হয়েছে কারফিউ।

মিনেসোটা অঙ্গরাজ্যের পুলিশ দপ্তর বলছে, ওই কৃষ্ণাঙ্গ তরুণকে ‘দুর্ঘটনাবশত’ গুলি করা হয়েছে।

তবে মিনিয়াপলিস শহর পুলিশের প্রধান টিম গ্যানন বলেন, দায়িত্বরত পুলিশ কর্মকর্তা হাতে থাকা পিস্তলকে স্ট্যানগান ভেবে ভুল করে গুলি ছোড়েন। এতে যুবক নিহত হয়েছেন। গুলি করার সঙ্গে সঙ্গেই ওই নারী পুলিশ কর্মকর্তা নিজের ভুল বুঝতে পেরে আক্ষেপ প্রকাশ করেছেন। তিনি অনুশোচনা করেছেন।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ