ভারতে একদিনে আক্রান্ত পৌনে দুই লাখ, মৃত্যুর রেকর্ড

ভারতে করোনার দ্বিতীয় সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে। গত ২৪ ঘন্টায় দেশটিতে পৌনে দুই লাখ করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এতে বিপর্যস্থ হয়ে পড়েছে ভারতের স্বাস্থ্যসেবা খাত। প্রতিদিন দেশটিতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হু হু করে বাড়ছে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১ লাখ ৮৫ হাজার ৩৭২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া একদিনে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ২৭ জন। যা গত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

ওয়ার্ল্ডওমিটারসের তথ্য বলছে, ভারতে এখন পর্যন্ত মোট ১ কোটি ৩৮ লাখ ৭১ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যার হিসেবে ভারতের অবস্থান বিশ্বে তৃতীয়। দেশটিতে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ কোটি ২৩ লাখ মানুষ।

এদিকে করোনার ভয়াবহতা সবচেয়ে বেশি ছড়িয়েছে দেশটির মহারাষ্ট্র রাজ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আগামী ১৫ দিনের জন্য মহারাষ্ট্রে জারি করা হয়েছে লকডাউন। সেই সঙ্গে বুধবার (১৪ এপ্রিল) থেকে রাজ্যটিতে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

 

টাইমস/এসএন

Share this news on: