সৌদির কিং খালেদ বিমানঘাঁটিতে ড্রোন হামলা

সৌদি আরবের কিং খালেদ বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। সৌদির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশে অবস্থিত এ বিমানঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে।

আরব নিউজের খবরে বলা হয়েছে, হুতি আন্দোলনের মুখপাত্র ইয়াহয়া সারির হামলার বিষয়টি স্বীকার করেছেন।

শনিবার (১৭ এপ্রিল) দেশটির একটি টেলিভিশনে ইয়াহয়া সারির বলেন, ইয়েমেনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বিস্ফোরকবাহী ড্রোনের সাহায্যে হামলা চালানো হয়েছে। হামলায় একাধিক ড্রোন অংশ নিয়েছে।

এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স বলছে, বিমানবন্দরে হামলার ঘটনায় এখন পর্যন্ত সৌদি সরকার কোনও প্রতিক্রিয়া জানায়নি। তবে হুতিদের বেশ কয়েকটি হামলা সৌদি সেনারা প্রতিহত করেছে বলে জানা গেছে।

সৌদি জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তর্কি আল মালকির বরাত দিয়ে রয়টার্স বলছে, গত বুধবার সন্ধ্যায় ও বৃহস্পতিবার সকালে রাজকীয় সৌদি বিমান প্রতিরক্ষা বাহিনী হুতিদের ছোড়া চারটি ইউএভি (ড্রোন) ও পাঁচটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করে। এছাড়া হুতিদের এই হামলায় খুব বেশি ক্ষতি হয়নি বলে দাবি করেছে সৌদি জোটের মুখপাত্র।

 

টাইমস/এসএন

Share this news on: