ভারতে অক্সিজেন ট্যাঙ্ক বিস্ফোরণে ২২ করোনা রোগীর মৃত্যু

ভারতের মহারাষ্ট্রে একটি হাসপাতালে অক্সিজেনের ট্যাঙ্কার ছিদ্র হয়ে দমবন্ধ হয়ে ২২ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মহারাষ্ট্রের নাসিক জেলার জাকির হোসেন হাসপাতালে ট্যাঙ্কার রিফুয়েলিংয়ের সময় এ দুর্ঘটনা ঘটে।

এনডিটিভি ও বিবিসি জানিয়েছে, বুধবার (২১ এপ্রিল) এ মর্মান্তিক ঘটনা ঘটে।

মহারাষ্ট্রের স্বাস্থ্যবিভাগ সূত্রে জানা গেছে, নাসিকের ওই হাসপাতালে শুধুমাত্র করোনা রোগীদের চিকিৎসা দেয়া হতো। সেখানে ভর্তি হওয়া সব রোগীই করোনা আক্রান্ত। যাদের অধিকাংশই আইসিইইউ অথবা ভেন্টিলেশনে ছিলেন। অক্সিজেনের ট্যাঙ্কার লিকেজ হওয়ার পর মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। এতে দমবন্ধ হয়ে ঘটনাস্থলেই ২২ জন করোনা আক্রান্ত রোগী মারা যান।

এ ঘটনায় মহারাষ্ট্র রাজ্য সরকারের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে বলেছেন, ট্যাঙ্কারের ছিদ্র দিয়ে অক্সিজেন বেরিয়ে যাওয়ায় হাসপাতালটিতে অক্সিজেন সরবরাহ বিঘিœত হয়। এ কারণেই রোগীদের মৃত্যু হয়েছে।

 

টাইমস/এসএন

Share this news on: