পুলিৎসার পেল রয়টার্স, মিনিয়াপোলিস স্টার ট্রিবিউন ও এক কিশোর

সাংবাদিকতার নোবেলখ্যাত পুলিৎজার পুরস্কার পেয়েছে বার্তা সংস্থা রয়টার্স, দ্য মিনিয়াপোলিস স্টার ট্রিবিউন ও দ্য আটলান্টিক। যুক্তরাষ্ট্রে পুলিশের বর্ণবৈষম্য নিয়ে সাংবাদিকতার জন্য এ পুরস্কার দেয়া হয়েছে। আর কোভিড-১৯ মহামারী নিয়ে ধারাবাহিক সংবাদ প্রচারের জন্য ‘জনসেবা’ ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়েছে নিউ ইয়র্ক টাইমসকে। শুক্রবার (১১ জুন) রাতে এই পুরস্কার ঘোষণা করা হয়।

এছাড়া শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তার হাতে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যার ভিডিও ধারণকারী পথচারী কিশোরী ডারনেলা ফ্রেজিয়ারকে পুরস্কৃত করা হয়েছে ‘বিশেষ’ বিভাগে। অন্যদিকে চীনের উইঘুর ইস্যুতে অনুসন্ধানী খবর প্রকাশ করে আন্তর্জাতিক ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে বাজফিড।

যুক্তরাষ্ট্রের সাবাদিকতায় সবচেয়ে সম্মানজনক পুরস্কার পুলিৎসার। হাঙ্গেরীয়-মার্কিন সাংবাদিক জোসেফ পুলিৎজার এ পুরস্কারের প্রচলন করেছিলেন। ১৯১৭ সাল থেকে পুলিৎজার পুরস্কার দেওয়া হচ্ছে। বর্তমানে ২১টি ক্যাটাগরিতে এ পুরস্কার দেওয়া হয়।

 

টাইমস/এসজে

Share this news on: