বিজয়ের পরে যা বললেন ইরানের নতুন প্রেসিডেন্ট

কঠোর পরিশ্রমী, বিপ্লবী ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলার অঙ্গীকার করেছেন ইরানের নতুন প্রেসিডেন্ট ও দেশটির সাবেক প্রধান বিচারপতি ইব্রাহিম রাইসি।

শনিবার (১৯ জুন) রাতে এক বিবৃতিতে নিজের বিজয়কে ‘ঐতিহাসিক’ ও ‘প্রবল আবেগপূর্ণ’ বলে মন্তব্য করেছেন তিনি। খবর ইরনার।

দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেন, ১৮ জুন বিশ্ব নতুন করে ইরানি জাতির সৃষ্টি করা মহাকাব্য দেখেছে। এই নির্বাচন আধুনিক ইরানের নতুন অধ্যায়ের সূচনা করেছে। আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করলেও আপনারা যে আস্থা আমার ওপর রেখেছেন সেই আস্থাকে সঙ্গে নিয়ে আমি একটি পরিশ্রমী,বিপ্লবী ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলব।

 

টাইমস/এসএন

Share this news on: