ইরানে আত্মঘাতী বোমা হামলায় ২৭ সেনা নিহত 

ইরানের দক্ষিণপূর্বাঞ্চলে এক আত্মঘাতী বোমা হামলায় দেশটির বিশেষায়িত সামরিক বাহিনী রেভল্যুশনারি গার্ডের ২৭ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন।

বুধবার দেশটির সিস্তান-বেলুচিস্তান প্রদেশে পাকিস্তান সীমান্তের কাছে নিরাপত্তা বাহিনীর সদস্যদের বাসকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রেভল্যুশনারি গার্ডের স্থানীয় শাখা থেকে জানানো হয়েছে, তাদের পদাতিক বাহিনীর একটি ইউনিট বুধবার পাকিস্তান সীমান্তে কাজ সেরে ঘাঁটিতে ফিরছিল। খাশ-জাহেদান রোডে তাদের বাস ওঠার পর বাসটির পাশে একটি বিস্ফোরক ভর্তি গাড়ি চলে এসে আচমকাই বিস্ফোরিত হয়।

বিবিসি জানিয়েছে, পাকিস্তান সীমান্তের কাছাকাছি এলাকাটি অস্ত্র ও মাদক চোরাচালানকারীদের নিয়ন্ত্রণে। এলাকাটি আফিম চোরাচালানের জন্য কুখ্যাত। সেখানে প্রায়ই ইরানের সরকারি বাহিনী ও বালুচ বিচ্ছিন্নতাবাদী এবং চোরাচালানিদের মধ্যে সংঘর্ষ হয়।

বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, এ হামলার দায় স্বীকার করেছে সুন্নি জঙ্গিগোষ্ঠী জইশ আল আদল।

জইশ আল আদলের দাবি, তারা ইরানের দক্ষিণপূর্বাঞ্চলের সংখ্যালঘু বালুচ জনগোষ্ঠীর অধিকার আদায়ে সশস্ত্র সংগ্রাম করছে।

১৯৭৯ সালে ইসলামিক বিপ্লবের কিছু পরে ইরানে গঠিত হয় রেভল্যুশনারি গার্ড বাহিনী। এই বাহিনীই দেশটির প্রধান সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক বাহিনী হিসেবে কাজ করে।

 

টাইমস/এইচইউ

Share this news on: