হুতি বিদ্রোহীদের হামলায় ৯ সৌদি সেনা নিহত

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবের ৯ সেনা নিহত হয়েছেন। এই ঘটনায় হুতি বিদ্রোহীরা জাফান ও জিজান এলাকার নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়।

শনিবার সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় সীমান্তে এ ঘটনা ঘটেছে বলে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে সৌদি সরকার। খবর পার্সটুডে।

বিবৃতিতে বলা হয়, এই হামলায় সৌদির নয় সেনা নিহত হয়েছে। সৌদি আরবের আল-আশা এলাকায় এক সৌদি সেনার জানাজা ও দাফনের ছবি প্রকাশ করেছে সৌদি বাহিনী।

হুতি বিদ্রোহীরা জানান, এই হামলায় তারা জাফান ও জিজান এলাকায় সেনা অবস্থান নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছেন। হামলার ফলে সৌদি সেনারা মারাত্মক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়।

এর আগে শুক্রবার হুতি বিদ্রোহীরা সৌদি আরবের দুটি এলাকায় সেনা ঘাটির উপর হামলা চালায়। এই ঘাটি দুটি সৌদি আরবের আসির ও নাজরান প্রদেশে। যেখানে হামলায় কর্মকর্তা পর্যায়ের বেশ কয়েকজন সেনা নিহত হয়। এর ফলে শান্ত থাকা অঞ্চলগুলোতে আবার সংঘর্ষ শুরু হলো।

 

টাইমস/এসআর/এইচইউ

Share this news on: