কাশ্মীরে ভারতীয় বাহিনীর গুলিতে দুই পাকিস্তানি নিহত

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর গুলিতে দুই পাকিস্তানি নিহত হয়েছেন।

এ সময় একজন স্থানীয় বাসিন্দাও গুলিতে মারা গেছে বলে জানা গেছে।

নিহত তিনজনই জইশ-ই-মোহাম্মদের সদস্য বলে জানিয়েছে পুলিশ। খবর হিন্দুস্তান টাইমস।

এর আগে রোববার কাশ্মীরের কুলগাম জেলায় তারিগাম এলাকায় স্বাধীনতাকামীদের সঙ্গে বন্দুকযুদ্ধে আমান ঠাকুর নিহত হন। পরে আহত এক সেনা কর্মকর্তা মারা যান।

এ ঘটনার পর থেকে সিআরটিএফ, আরআর এবং জম্মু ও কাশ্মীরের পুলিশ ঘটনাস্থল ঘিরে অপারেশন শুরু করে। এ সময় তিনজন নিহত হওয়ার কথা জানা যায়।

রাজ্য পুলিশের এক বিবৃতিতে জানানো হয়, ওয়ালিন ও নুমান নামের দুইজন পাকিস্তানিকে হত্যা করেছে। পুলিশের রেকর্ড অনুযায়ী তারা জইশ-ই-মোহাম্মদের শীর্ষ কমান্ডার ছিলেন।

প্রসঙ্গত, ১৪ ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী বোমা হামলায় ভারতীয় আধাসামরিক বাহিনীর ৪৯ জন সদস্য নিহত হয়েছে। এ নিয়ে ভারতজুড়ে পাকিস্তানবিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে পড়ে। এ হামলার পর থেকে কাশ্মীরিদের ওপর নির্যাতন বেড়ে চলছে।

 

টাইমস/জেডটি

Share this news on: