সিংহাসনে পরিবর্তন চায় সৌদি রাজপরিবার

সাংবাদিক জামাল খাশুগজিকে খুনের ঘটনায় পশ্চিমা দেশগুলোর চাপ বৃদ্ধি অব্যাহত রয়েছে। একইসঙ্গে সৌদি রাজপরিবারের কিছু সদস্যও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের বিরোধিতা করছেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আল-সৌদ পরিবারের ওই সদস্যরা ক্রাউন প্রিন্স মোহাম্মদের বাদশা হওয়ার ক্ষেত্রে বাধা দেয়ার প্রস্তুতি নিচ্ছেন।

রাজপরিবারের বিভিন্ন শাখার প্রিন্স ও মোহাম্মদের জ্ঞাতি ভাইদের অনেকেই সিংহাসনের পরিবর্তন দেখতে চান।

জানা গেছে, ৮২ বছর বয়সী বাদশা সালমান বেঁচে থাকা অবস্থায় এ বিষয়ে কোনো পদক্ষেপ নেবেন না তারা। তবে বাদশার মৃত্যুর পর তার ছোট ভাই ৭৬ বছর বয়সী প্রিন্স আহমেদ বিন আবদুল আজিজকে সিংহাসনে বসাতে আগ্রহী।

আড়াই মাস বিদেশে কাটিয়ে গত মাসে রিয়াদে ফিরেছেন বাদশা সালমানের এ ছোটভাই। জানা যায়, ২০১৭ সালে এমবিএসকে ক্রাউন প্রিন্স বানানোর ক্ষেত্রে বিরোধিতা করেছিলেন আহমেদ।

সৌদি রাজপরিবারের ঐতিহ্য অনুযায়ী, বাদশা এবং পরিবারের বিভিন্ন শাখার জ্যেষ্ঠ সদস্যরা মিলে তাদের দৃষ্টিতে সিংহাসনের জন্য সবচেয়ে বেশি যোগ্য ব্যক্তিকেই উত্তরাধিকার হিসেবে মনোনীত করেন।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রও সৌদি রাজপরিবারের উপদেষ্টাদের সঙ্গে আলোচনায় প্রিন্স আহমেদকে পরবর্তী বাদশা বানানোর ইঙ্গিত দিয়েছেন।

প্রসঙ্গত, ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেট ভবনে সৌদি সাংবাদিক জামাল খাসোগিকে হত্যা করা হয়। অভিযোগ উঠে, যুবরাজ মোহাম্মদের নির্দেশে তাকে হত্যা করা হয়েছে। আর তাই সৌদি আরবের বর্তমান নেতৃত্ব সমালোচনার উর্ধ্বে রয়েছে।

Share this news on: