‘গোলান নিয়ে ট্রাম্পের বক্তব্য ক্রিমিনাল প্রজেক্টের অংশ’

জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত বাশার আল-জাফারি বলেছেন,  ইসরায়েলের দখলকৃত গোলান মালভূমিকে ইসরায়েলের অংশ হিসেবে স্বীকৃতি দেয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বক্তব্য দিয়েছেন তা তার ক্রিমিনাল প্রজেক্টের অংশ। খবর পার্সটুডের।

বাশার জাফারি বলেন, মধ্যপ্রাচ্যের গোলাযোগ ও ধ্বংসযজ্ঞ দীর্ঘায়িত করার জন্য ট্রাম্প এ পরিকল্পনা করছেন।

বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে তিনি এসব কথা বলেন। গোলান মালভূমিকে ইসরায়েলের অংশ হিসেবে স্বীকৃতি দেয়া উচিত বলে মন্তব্য করার পর সৃষ্ট পরিস্থিতি নিয়ে নিরাপত্তা পরিষদে আলোচনা হয়।

বাশার জাফারি বলেন, ধর্ম ও জাতিতত্ত্বের ওপর ভিত্তি করে মধ্যপ্রাচ্যের জনগণকে বিভক্ত করার জন্য মার্কিন প্রশাসন নতুন বাস্তবতা সৃষ্টি করতে চায়।

সিরিয়া যুদ্ধ প্রসঙ্গে বাশার জাফারি বলেন, কয়েকটি সুনির্দিষ্ট দেশের নেতৃত্বে এই যুদ্ধ শুরুর প্রথম দিন থেকেই আমরা বলেছিলাম, ইসরায়েলের দখলদারিত্ব চিরদিনের জন্য টিকিয়ে রাখার বিষয়টি নিশ্চিত করাই এর প্রধান লক্ষ্য। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য থেকে পরিষ্কার হয় যে, আমরা কতটা সঠিক বলেছিলাম।

 

 

টাইমস/এসআই

Share this news on: