ফিলিস্তিনি বন্দিদের জুমার নামাজে ইসরাইলের নিষেধাজ্ঞা

দখলদার ইসলাইলের কারাগারে ফিলিস্তিনি বন্দিদের জুমার নামাজ নিষিদ্ধ করেছে দেশটির কর্তৃপক্ষ।

ফিলিস্তিনি প্রিজনার্স অ্যাসোসিয়েশনের বরাতে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদলু এ খবর জানিয়েছে।

দেশটির সব কারাগারে শুক্রবার জুমার নামাজ যাতে না হয়, বিষয়টি কার্যকর করার নির্দেশনা দিয়েছে ইসরাইল কারা প্রশাসন।

তবে কী কারণে এ নিষেধাজ্ঞা আরোপ করা হল, এ বিষয়ে কোনো তথ্য দেয়নি ইসরাইল।

গত জানুয়ারিতে ইসরাইলি বাহিনী কারাগারের কয়েকটি ওয়ার্ডে হামলা চালিয়ে বেশ কয়েকজন ফিলিস্তিনি বন্দিকে আহত করেছে। তারপর থেকে ইসরাইল কারাগারে উত্তেজনা চলছে।

ফিলিস্তিনের সরকারি সূত্রে জানা গেছে, ইসরাইলের কারাগারে পাঁচ হাজার ৭০০ ফিলিস্তিনি বন্দি রয়েছেন। যাদের মধ্যে ৫০০ জন প্রশাসনিক বন্দি ও ২৩০ জন শিশু।

 

টাইমস/জেডটি

Share this news on: