ইসরাইলি সৈন্যদের গুলিতে চার ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনির গাজা সীমান্তে বিক্ষোভরত জনতার উপর ইসরায়েলি সৈন্যদের গুলিবর্ষণে চার ফিলিস্তিনি যুবক নিহত হয়েছে।

রোববার মধ্যরাতের পর এ হামলা চালানো হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

এএফপির খবরে বলা হয়, ইসরাইলি ট্যাংকগুলো গাজার মধ্যাঞ্চলে ও গাজা সিটির পূর্বাঞ্চলে হামাসের পোস্ট লক্ষ্য করে হামলা চালায়।

২০১৮ সালের ১৪ মে গাজা ও ইসরাইল সীমান্তে রক্তক্ষয়ী বিক্ষোভ ও সংঘর্ষ হয়। দিবসটি পালন করতে গাজার হাজার হাজার বাসিন্দা সীমান্তে জড়ো হয়। তবে মিশরের মধ্যস্থতায় ব্যাপক রক্তপাতের আশঙ্কা দূর হয়।

তবে আশঙ্কা করা হলেও ১৪ মে’র মতো বিক্ষোভ ও ভয়াবহ রক্তপাত হয়নি। ওই সংঘর্ষে ৬০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হন।

গাজা সিটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরাইলি সৈন্যদের গুলিতে চার ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের মধ্যে বিক্ষোভকালে একজন ও শনিবার রাতে সৈন্যদের সঙ্গে সংঘর্ষে ১৭ বছর বয়সী তিন কিশোর নিহত হয়েছে। এই ঘটনায় আরও ৩১৬ গাজার বাসিন্দা আহত হয়েছে।

ইসরাইলে ৯ এপ্রিল অনুষ্ঠেয় নির্বাচনকে সামনে রেখে ইসরাইল সীমান্তে কয়েক হাজার সৈন্য মোতায়েন করে। সংঘর্ষ ও রক্তপাতের ঘটনা নিবৃত করার জন্য ইসরাইল ও গাজার ইসলামপন্থী হামাসের সঙ্গে সমঝোতার চেষ্টা চালায় মিশর।

হামাসের কর্মকর্তারা জানান, তারা একটি সমঝোতায় পৌঁছেছেন। এর আওতায় ইসরাইল গাজা অবরোধ কিছুটা শিথিল করবে এবং ফিলিস্তিনিরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করবে।

 

টাইমস/এমএএইচ/এইচইউ

Share this news on: