ইমরানের বাসার কাছ থেকে বিমানবিধ্বংসী বুলেট উদ্ধার

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বানিগালার বাড়ির কাছ থেকে বিমানবিধ্বংসী ১৮টি বুলেট উদ্ধার করেছে পুলিশ। প্রধানমন্ত্রীর বাসভবনে উঠার আগে ইসলামাবাদের উপশহরে বানিগালার এই বাসায় থাকতেন ইমরান খান। খবর ডন নিউজের।

খবরে বলা হয়, ইমরানের বাসার কাছের জমি থেকে ১৮টি বিমানবিধ্বংসী বুলেট উদ্ধার করেছে পুলিশ। ইমরান খানের বানিগালা বাসভবন থেকে আধা কিলোমিটার দূরে ওই ভূমিতে কে বা কারা, কী উদ্দেশ্যে এগুলো জমা করেছিল, তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।

পুলিশ বলছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তা গোলাগুলো দেখতে পেয়ে পুলিশে খবর দেন। সঙ্গে সঙ্গে একটি টহল দল পাঠানো হয় ঘটনাস্থলে। পুলিশ ওই এলাকা ঘেরাও করে রাখে। মোতায়েনকৃত দলের মধ্যে রয়েছে কাউন্টার টেররিজম ফোর্স, ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি ও বোমা নিষ্ক্রিয়করণ স্কোয়াড। তারা অভিযান চালিয়ে বিমানবিধ্বংসী বন্ধুকের ১৮টি বুলেট উদ্ধার করে। এসব বুলেট ৩০ মিলিমিটার লম্বা। পুলিশের ধারণা, এগুলো অনেক পুরোনো।

পুলিশের একজন কর্মকর্তা বলছেন, ঘটনাটি যেহেতু প্রধানমন্ত্রীর বেসরকারি বাসভবনের কাছের, তাই তল্লাশি ও চিরুনি অভিযান চলছে। এর আগে ওই এলাকা নিরাপদ ঘোষণা করা হয়েছিল। তাই ঘটনা দেখে মনে হচ্ছে, কেউ গত কয়েক দিনে এসব গোলাবারুদ সেখানে মজুত করেছিল।

 

 

টাইমস/এসআই

Share this news on: