তিন নারীই মোদির পথের কাঁটা

বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশ ভারতের লোকসভা নির্বাচন ১১ এপ্রিল থেকে শুরু হচ্ছে। নির্বাচন প্রক্রিয়া চলবে প্রায় দেড় মাস ধরে। এ নির্বাচনের মধ্য দিয়ে দেশটির বর্তমান কট্টর হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরও একবার ক্ষমতায় আসতে চাচ্ছেন। কিন্তু এবারের নির্বাচনে তার জয়ের পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছেন দেশটির দুর্দান্ত ও আপসহীন ৩ নারী নেত্রী।

বড় দিদি মমতা: আসন্ন নির্বাচনে মোদির জন্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তৃণমূল কংগ্রেসের এ নেত্রীর কাছ থেকে পশ্চিমবঙ্গের জনপ্রিয়তা কেড়ে নিতে মোদিকে যে এক অগ্নিপরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে তা একেবারে স্পষ্ট। এ রাজ্যে মোদির কট্টর হিন্দুত্ববাদী বিজেপি সুবিধা করতে হলে বাঘিনী মমতার থাবার শিকার হবে তা রাজনৈতিক সমাবেশগুলোর ভাষণেই স্পষ্ট।

‘এক্সপায়ারি বাবু, চৌকিদার, চাওয়ালা’ এমন কোনো ব্যঙ্গাত্মক শব্দ নেই যা মোদির বিরুদ্ধে ব্যবহার করেননি মমতা। ৬৪ বছর বয়সী এ নেত্রীকে মোদির সবচেয়ে গোঁড়া সমালোচকদের মধ্যে একজন হিসেবেই দেখা হয়। তিনি মোদিকে উদ্দেশ করে ফ্রেঞ্চভিত্তিক বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমরা আপনাদের একটা বিষয়ই বলতে পারি, দেশ ও জাতির রক্ষায় বিজেপি সরকারের বিরুদ্ধে আমরা একাট্টা।’

নিম্নবর্ণের চোখেরমণি মায়াবতী: বিচিত্র বর্ণ, ধর্ম, ভাষা, শ্রেণীর দেশ ভারতে ‘দলিতদের রানী’ হিসেবে পরিচিত ৬৩ বছর বয়সী মায়াবতী। রাজনৈতিক অঙ্গনে রঙিন ক্যারিয়ার পার করে দেশটির সবচেয়ে জনবহুল রাজ্য এবং নির্বাচনের বাজারে সবচেয়ে মূল্যবান পুরস্কার উত্তরপ্রদেশের গুরুত্বপূর্ণ তারকা এ নেত্রী। ২০ কোটি মানুষের উত্তরপ্রদেশের দলিত শ্রেণীর চ্যাম্পিয়ন বলা হয় তাকে। আসন্ন নির্বাচনে মোদির বিজেপির জন্য মায়াবতীর কাছ থেকে এ উত্তরপ্রদেশ ছিনিয়ে নেয়া যে মারাত্মক চ্যালেঞ্জের হতে যাচ্ছে তা বলাই বাহুল্য।

এ যুগের ইন্দিরা প্রিয়াংকা: এবারের নির্বাচনে ভারতের সম্ভাব্য প্রধানমন্ত্রী বলে মনে করা হচ্ছে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে। তার ক্যারিশম্যাটিক ছোটবোন প্রিয়াংকা গান্ধীর জন্য উত্তরপ্রদেশের থেকে দুর্দান্ত যুদ্ধক্ষেত্র আর কি হতে পারে। হিন্দুত্ববাদী এ রাজ্য মোদি সমর্থকদের একেবারে মূল ভিত্তি।

এ রাজ্যে কংগ্রেস পার্টিকে পুনরুজ্জীবিত করার জন্য দায়িত্ব পালন করছেন ৪৭ বছর বয়সী প্রিয়াঙ্কা। পবিত্র নদী গঙ্গায় নৌকায় করে প্রচারে নামার মাধ্যমেই ইন্দিরা গান্ধীর এ নাতনি জানান দিয়েছেন যে, মোদির বিরুদ্ধে চ্যালেঞ্জ তিনি খুব ভালোভাবেই নিয়েছেন।

 

টাইমস/জিএস

Share this news on:

সর্বশেষ

img
রাজসিক সংবর্ধনায় দায়িত্ব নিলেন বিএসএমএমইউ'র নতুন উপাচার্য Mar 28, 2024
img
রোদে পোড়া ত্বকের যত্নে হলুদের ঘরোয়া প্যাক Mar 28, 2024
img
শহরের চেয়ে গ্রামে বিয়ে-তালাক বেশি Mar 28, 2024
img
ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ৫ Mar 28, 2024
img
বাংলাদেশে মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে সমর্থন অব্যাহত থাকবে: ম্যাথিউ মিলার Mar 28, 2024
img
নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত Mar 28, 2024
img
নিষেধাজ্ঞার ৩ দিনের মধ্যে ভারত থেকে পেঁয়াজ আমদানির প্রস্তাব অনুমোদিত Mar 27, 2024
img
জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়া উচিত বিএনপির : কাদের Mar 27, 2024
img
‘তুফান’এর পোস্টার প্রকাশ, গ্যাংস্টার রূপে আসছেন শাকিব খান Mar 27, 2024
img
বিএনপির মন্ত্রীদের বউরা ভারত থেকে শাড়ি এনে বিক্রি করত : প্রধানমন্ত্রী Mar 27, 2024