আরাকান আর্মির সঙ্গে সংঘর্ষে মিয়ানমারের পুরো সেনা স্কোয়াড নিহত

উত্তর রাখাইনের বুথিয়াডং শহরতলিতে এক বিচ্ছিন্ন অঞ্চলে বিদ্রোহী আরাকান আর্মির সঙ্গে সংঘর্ষে মিয়ানমার সেনাবাহিনীর এক ক্যাপ্টেনসহ পুরো একটি সেনা দল নিহত হয়েছে।

শুক্রবার দুর্গম একটি এলাকায় এ সংঘর্ষ হয় বলে মিয়ানমারের সেনাপ্রধান  ব্রিগেডিয়ার জেনারেল জ মিন তুন স্বীকার করেছেন।

জেনারেল জ মিন তুন জানান, শুক্রবার আরাকান আর্মির সঙ্গে লড়াইয়ে ক্যাপ্টেন চিট কো কোসহ একটি সেনা দল নিহত হয়েছেন। তবে সংঘর্ষে নিহত মোট সেনা সদস্যের সংখ্যা বলতে রাজি হননি তিনি।

নিহত ক্যাপ্টেনের বন্ধু স লুইন স ফেসবুকে দেয়া এক পোস্টেও ক্যাপ্টেন চিত কো কোর নিহত হওয়ার খবরটি নিশ্চিত করেন।

স লুইন স ফেসবুকে লিখেন, আরাকান আর্মির ওপর হামলা চালাতে ক্যাপ্টেন চিত কো কোর নেতৃত্বাধীন সেনা দলে ২০ জনের বেশি সেনা ছিল। বাংলাদেশ সীমান্তের কাছে বুথিয়াডংয়ের ওয়ার নেট ইয়োন এলাকায় ওই দলটিকে পাঠানো হয়েছিল।

তিনি আরো জানান, সংঘর্ষের এক পর্যায়ে আরাকান আর্মির বিদ্রোহীরা মিয়ানমারের সেনাদের চারদিকে ঘিরে ফেলেন। এসময় তার বন্ধুর ওপর রকেটচালিত গ্রেনেড হামলা চালানো হয়। তবে সরকারি বাহিনী এখন পর্যন্ত তাদের মরদেহ উদ্ধার করতে পারেনি।

এদিকে শনিবার নিজেদের ওয়েবসাইটের মাধ্যমে সংঘর্ষের কথা স্বীকার করেছে আরাকান আর্মি। তাদের দাবি, আন শহরে মিয়ানমার সেনাবাহিনীর প্রায় দেড়শ সদস্যের একটি পদাতিক ব্যাটেলিয়নের সংঘর্ষে অন্তত ১২ সেনা নিহত হয়েছে।

সংঘর্ষের পর মায়ানমারের সেনাবাহিনীর কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে দাবী করেছে আরাকান আর্মি।

 

টাইমস/এএস/এসআই

Share this news on: