ইভিএম তুলে আছাড় মারলেন প্রার্থী, পরে গ্রেপ্তার

ভোটকেন্দ্রে ঢুকেই মেজাজ হারিয়ে ফেললেন এক প্রার্থী। ইভিএমে লোকসভা না বিধানসভা নির্বাচন, তা বোঝা না যাওয়ায় পোলিং অফিসারদের সঙ্গে দুর্ব্যবহার করে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে ইভিএম তুলে আছাড় মারেন ওই প্রার্থী।

বৃহস্পতিবার এই ঘটনা ঘটেছে ভারতের অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার গুন্টাকল বিধানসভা কেন্দ্রের একটি বুথে। পুলিশ জনসেনা পার্টির ওই প্রার্থী মধুসূদন গুপ্তাকে গ্রেপ্তার করেছে।

জনসেনা পার্টির প্রতিষ্ঠাতা দক্ষিণের অন্যতম সুপারস্টার পবন কল্যাণ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে জনসেনা পার্টির ওই প্রার্থী মধুসূদন গুপ্তা ভোট দিতে চলে এসেছিলেন গুন্টাকল বিধানসভা কেন্দ্রে গুট্টি এলাকার একটি বুথে। ঢুকেই তিনি দুর্ব্যবহার করতে শুরু করেন পোলিং অফিসার ও অন্য দলের নির্বাচনী এজেন্টদের সঙ্গে। তার অভিযোগ ছিল, পোলিং অফিসাররা নাকি আদৌ ওয়াকিবহাল নন, তারা কোনো লোকসভা কেন্দ্রের আওতায় পড়া কোন বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণের কাজে এসেছেন। তারা ভোটারদের বিভ্রান্ত করছেন। ওই সব অভিযোগ তুলে হইচই বাঁধানোর পর আরও উত্তেজিত হয়ে পড়েন জনসেনা পার্টির প্রার্থী। পোলিং অফিসারদের বাধা না মেনে সামনে এগিয়ে গিয়ে হাতে তুলে নেন একটি ইভিএম। তারপর সেটিকে আছড়ে ফেলেন মাটিতে। তার ফলে, কিছুটা ক্ষতি হয়েছে ওই ইভিএমের।

আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হচ্ছে, অন্ধ্রেপ্রদেশে বিধানসভার ১৭৫টি আসন ও লোকসভার ২৫টি আসনে ভোট হচ্ছে। বিধানসভা আসনগুলোর জন্যে মোট প্রার্থীর সংখ্যা ২ হাজার ১১৮। আর এই পর্বে ভোট হচ্ছে রাজ্যের যে ২৫টি লোকসভা আসনে, তাতে প্রার্থীর সংখ্যা ৩১৯। অন্ধ্রপ্রদেশে মোট ভোটারের সংখ্যা ৪ কোটি। যাদের মধ্যে ১৮ থেকে ১৯ বছর বয়সী ভোটার রয়েছেন প্রায় ১০ লাখ। এরা এ বার প্রথম ভোট দিচ্ছেন।

রাজ্যে এ দিন অবশ্য আরও কয়েকটি জায়গায় ইভিএম নিয়ে অসন্তোষ দেখা যায়। অভিযোগ ওঠে, ইভিএমগুলি ঠিকভাবে কাজ করছে না।

রাজ্যের মুখ্য নির্বাচন অফিসার গোপাল কৃষ্ণ দ্বিবেদী একটি বুথে ভোট দিতে এসে জানান, অন্তত ৫০টি বুথ থেকে তিনি ইভিএম নিয়ে অভিযোগ পেয়েছেন।

সকালেই অমরাবতীর উন্ডাবল্লী গ্রামের একটি বুথে গিয়ে ভোট দেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু ও তার পরিবারের সদস্যরা।

উন্ডাবল্লী যে বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে, সেই মঙ্গলাগিরিতে এ বার তেলুগু দেশম পার্টির (টিডিপি) প্রার্থী হয়েছেন চন্দ্রবাবুর ছেলে নারা লোকেশ। কাডাপা জেলার পুলিভেনদুলায় একটি বুথে  সকালেই ভোট দেন ওয়াইএসআর কংগ্রেসের সভাপতি ওয়াই এস জগন্মোহন রেড্ডি।

 

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল Apr 19, 2024
img
রেমিট্যান্স উন্নয়নের মূল চালিকা শক্তি : সমাজকল্যাণমন্ত্রী Apr 18, 2024
img
ফের বাড়ল স্বর্ণের দাম, ভ‌রি‌ ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা Apr 18, 2024
img
গবেষণায় বাংলাদেশে বিক্রি হওয়া শিশুখাদ্য সেরেলাক নিয়ে উঠে এল চাঞ্চল্যকর তথ্য Apr 18, 2024
img
আ.লীগের এমপি-মন্ত্রীর সন্তান-স্বজনদের উপজেলা নির্বাচন করতে মানা Apr 18, 2024
img
আইপিএল থেকে ডাক পেয়েও যে কারণে যেতে পারেননি শরিফুল Apr 18, 2024
img
রাত পোহালেই শিল্পী সমিতির নির্বাচন, কে লড়ছেন কার বিপক্ষে Apr 18, 2024
img
লিটারে ৪ টাকা বেড়েছে বোতলজাত সয়াবিন তেলের দাম Apr 18, 2024
img
মুজিবনগর সরকারের ৪০০ টাকা বেতনের কর্মচারী ছিলেন জিয়াউর রহমান : পররাষ্ট্রমন্ত্রী Apr 18, 2024
img
অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা দেশের মানুষের জন্য কোনো কাজ করেনি: প্রধানমন্ত্রী Apr 18, 2024