ইয়েমেনে হত্যার অভিযোগে ট্রাম্পের বিচার শুরু

ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের প্রধান সালিহ সামাদকে হত্যার অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ ৬২ জনের বিচার শুরু হয়েছে। খবর পার্সটুডের।

এ মামলায় এ পর্যন্ত ১০ জনকে আটক করা সম্ভব হয়েছে। হত্যাকাণ্ডে ট্রাম্পসহ অন্তত ৪৭ জন বিদেশির নাম এসেছে।

মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৮ সালের ২৩ এপ্রিল হুদায়দায় সালিহ সামাদকে বহনকারী গাড়িতে বিদেশি আগ্রাসী বাহিনী হামলা চালায়। এতে সামাদ ও তার কয়েকজন সঙ্গী প্রাণ হারান। এ হত্যাকাণ্ডের সঙ্গে ট্রাম্পসহ ৬২ জড়িত রয়েছে।

ইয়েমেনে ২০১৫ সালের মার্চ থেকে যে আগ্রাসন চলছে তাতে সৌদি আরব নেতৃত্ব দিলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জড়িত বলে ইয়েমেনের সরকার এর আগে ঘোষণা করেছে।

 

টাইমস/এসআই

Share this news on: