পুলিশপ্রধান ও প্রতিরক্ষা সচিবকে পদত্যাগের নির্দেশ দিলেন প্রেসিডেন্ট

শ্রীলঙ্কায় ভয়াবহ সিরিজ বোমা হামলার পর পুলিশের দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। কর্তব্যে অবহেলার অভিযোগ এনে পুলিশপ্রধানকে গ্রেফতারেরও দাবি উঠেছে।

বুধবার শ্রীলঙ্কার রাষ্ট্রপতি মৈত্রিপালা সিরিসেনা দেশটির পুলিশের প্রধান ও প্রতিরক্ষা সচিবের পদত্যাগের নির্দেশ দিয়েছেন। খবর রয়টার্স।

সরকারের গোয়েন্দা বাহিনী হামলার আগাম তথ্য দিতে ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ আনা হয়েছে।

দেশটির প্রতিরক্ষা প্রতিমন্ত্রী জানান, এ হামলার ঘটনায় ৯ জনকে চিহ্নিত করা হয়েছে। এদের মধ্যে একজন নারীও রয়েছেন।

গত রোববার শ্রীলঙ্কায় তিনটি গির্জা, তিনটি হোটেলসহ আরও কয়েকটি জায়গায় সিরিজ বোমা হামলা চালানো হয়। হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫৯ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ শতাধিক মানুষ।

এ ঘটনায় আটক করা হয়েছে ৬০ জনকে।

এদিকে শ্রীলঙ্কায় হামলার দুদিন পর দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। সিরিজ বোমা হামলার মূল পরিকল্পনাকারীসহ আটজনের ছবিও প্রকাশ করেছে জঙ্গিগোষ্ঠীটি।

 

টাইমস/জেডটি

Share this news on: