এভারেস্টের আবর্জনা সাফ করতে গিয়ে ৪ মৃতদেহ উদ্ধার

নেপাল সরকারের সহায়তায় মাউন্ট এভারেস্ট এলাকায় ১৪ এপ্রিল থেকে শুরু হয়েছে সাগরমাতা পরিচ্ছন্নতা অভিযান। সেখান থেকে এখন পর্যন্ত প্রায় ৩ হাজার কেজি আবর্জনা উদ্ধার করা হয়েছে। আবর্জনা উদ্ধার করতে গিয়ে এভারেস্ট বেসক্যাম্প এলাকা থেকে চারটি মৃতদেহও উদ্ধার করা হয়েছে। সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

নেপালের পর্যটন বিভাগের পরিচালক জেনারেল দাণ্ডু রাজ ঘিমিরে জানান, প্রায় দু’হাজার কিলোগ্রাম আবর্জনা ওখালধুঙ্গা পাঠানো হয়েছে। বাকি এক হাজার কেজি আবর্জনা নেপালি আর্মির হেলিকপ্টারে করে কাঠমাণ্ডু নিয়ে যাওয়া হয়েছে। এই আবর্জনাগুলো নষ্ট করে দেওয়া হবে। ৪৫ দিনের এই অভিযানে মোট ১০ হাজার কেজি আবর্জনা উদ্ধারের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।

ঘিমিরে আরও জানান, আবর্জনা সাফাইকারী দল হিমালয়ের বেসক্যাম্পে পৌঁছে গেছে। সেখানে তাদের জন্য খাদ্য, পানীয় জল, তাবুর সরঞ্জাম সহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে। নেপালের পর্যটন বিভাগের হিসাব মতো প্রায় দু’কোটি ৩০ লাখ নেপালি রুপি খরচ হবে এই অভিযানে। এই অভিযানে প্রায় ৫ হাজার কেজি আবর্জনা সরানো হবে বলে জানানো হয়েছে।

আবর্জনা সরানোর এই অভিযানে হিমালয়ের বেস ক্যাম্প এলাকায় চারটি মৃত দেহও উদ্ধার হয়েছে।

 

টাইমস/এসআই

Share this news on: