সেহরিতে মুসল্লিদের জাগাতে যুদ্ধবিমান

রমজান মাসে সেহরিতে মুসল্লিদের ডাকার জন্য বিভিন্ন দেশের নিজস্ব রীতি নীতি চালু রয়েছে। প্রচলিত এই ঐতিহ্যের সঙ্গে যোগ দেয়ার ঘোষণা দিয়েছে ইন্দোনেশিয়ার বিমান বাহিনী। তারা সেহরিতে মুসল্লিদের জাগিয়ে তুলতে উড়ছে আকাশে। খবর দ্য জাকার্তা পোস্ট।

টুইটার অ্যাকাউন্টে তারা জানিয়েছে, সেহরির সময় হলে তারা জাভা দ্বীপের কয়েকটি শহরে যুদ্ধবিমানের প্রশিক্ষণ পরিচালনা করবে। শহরগুলো হল- সুরাবায়া, সুরাকার্তা, ক্লাতেন, স্রাগেন ও ইয়োগিয়াকার্তা।

বিমান বাহিনীর মুখপাত্র কর্নেল সাস এম ইউরিস জানান, শুধু ঐতিহ্যের কারণেই এটি করা হবে এমন নয়, রোজা রেখে বিমান বাহিনীর সদস্যদের যেন প্রশিক্ষণ নিতে না হয় তা নিশ্চিত করতেই এটি করা হবে।

মেডিকেল বিশেষজ্ঞদের মতে, রমজানের সময় যুদ্ধবিমানের পাইলটদের ফ্লাই করার সঠিক সময় ভোররাত। সকাল ১০টার পর রোজাদারদের ব্লাড সুগার লেভেল দ্রুত নেমে যেতে থাকায় ওই সময়ের পর প্রশিক্ষণ না করানোর পরামর্শ তাদের। 

 

টাইমস/জিএস

Share this news on: