পাকিস্তানের বেলুচিস্তানে বোমা বিস্ফোরণে চার পুলিশ নিহত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটা শহরে একটি মসজিদের কাছে মোটরসাইকেলে পেতে রাখা বোমার বিস্ফোরণে অন্তত চার পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন চার পুলিশসহ ১২ জন। খবর দ্য ডনের।

কর্মকর্তারা জানায়, মসজিদে তারাবির নামাজ আদায়কারী মুসল্লিদের নিরাপত্তার দিতে পুলিশদের একটি টহল গাড়ি মসজিদের কাছে পৌঁছানোর কিছুক্ষণ পরই বোমার বিস্ফোরণ ঘটানো হয়।

গত তিন দিনে বেলুচিস্তানে চালানো এটি দ্বিতীয় বৃহৎ হামলা। এর আগে শনিবার গাদরের একটি পাঁচ তারকা হোটেলে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীরা হামলা চালায়। ওই হামলায় হোটেলের এক নিরাপত্তা রক্ষীসহ অন্তত পাঁচ জন নিহত হন।

বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল্লাহ লাংগোভ জানিয়েছেন, সন্ধ্যায় লোকজন মাগরিবের নামাজ আদায় করার সময় মসজিদের কাছে পাহারারত পুলিশকে লক্ষ্য করে বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়।

কোয়েটার পুলিশ প্রধান আব্দুল রাজ্জাক চীমা জানিয়েছেন, নিহত চার জনই পুলিশ সদস্য এবং আহতদের মধ্যেও চার পুলিশ সদস্য রয়েছেন।

ইমেইলে পাঠানো এক বিবৃতিতে পাকিস্তান তালেবান নামে পরিচিত নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি) বিস্ফোরণের দায় স্বীকার করেছে।

৮ মে দ্বিতীয় রোজার দিন লাহোরে ‘দাতা গঞ্জে বক্শ’ নামে পরিচিত সুফি আলি বিন উসমান আল হাজভেরির মাজার ‘দাতা দরবার’ এর সামনে বোমা হামলায় আট পুলিশসহ অন্তত ১৩ জন নিহত হন।

 

 

টাইমস/এসআই

Share this news on: