পাকিস্তানে এইডস ছড়ানো চিকিৎসক গ্রেপ্তার

পাকিস্তানের সিন্ধু প্রদেশে এইচআইভি দূষিত সিরিঞ্জ ব্যবহার করে জীবাণু ছড়িয়ে দেয়ার অভিযোগে এক চিকিৎসককে গ্রেপ্তারকরা হয়েছে। খবর গার্ডিয়ান।

মুজাফফর ঘাঙারো নামের গ্রেপ্তার হওয়া ওই চিকিৎসক ৯০ জন রোগীর' শরীরে এইডসের জীবাণু ছড়িয়েছে বলে অভিযোগ আনা হয়েছে, যিনি নিজেও এইচআইভি সংক্রমিত। 

দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, মাত্র কয়েক সপ্তাহের পরীক্ষায় দেখা গেছে- ৪৩০ শিশুসহ ৫৩০ জনের শরীরে এইডসের জীবাণু ছড়িয়েছে।

বর্তমানে সিন্ধু প্রদেশের লারকানা জেলার ওয়াসাউ গ্রামের পরিবারগুলো আকঙ্কের মধ্যে দিন পার করছে।

এপ্রিল মাসের শেষ দিকে দেশটির স্বাস্থ্য বিভাগ ওই গ্রামে এইচআইভি শনাক্তের একটি অস্থায়ী ক্লিনিক স্থাপন করেছে।

 

টাইমস/জিএস

Share this news on: