হিজাব যুক্ত হলো স্কটল্যান্ড পুলিশের ইউনিফর্মে

মুসলমান নারীদের ধর্মীয় পোশাক হিজাব নিয়ে বিশ্বের নানা প্রান্তে যখন নেতিবাচক প্রচারণা তখন এ নিয়ে এক প্রশংসিত উদ্যোগ নিয়েছে স্কটল্যান্ড। দেশটির পুলিশ বাহিনীর নারী সদস্যদের জন্য হিজাব পরিধানকে ঐচ্ছিক করা হয়েছে। অর্থাৎ চাইলে যে কোনো পুলিশ সদস্য হিজাব পরিধান করে দায়িত্ব পালন করতে পারবেন। আর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুলিশ বাহিনীতে মুসলিম নারীদের অংশগ্রহণ বাড়াতে।

এর আগে দেশটির পুলিশ বাহিনীতে অনুমতি নিয়ে মাথায় স্কার্ফ পরিধান করতে পারতেন। এখন সেটি তাদের আনুষ্ঠানিক ইউনিফর্মের অংশ।

এদিকে স্কটল্যান্ড পুলিশের এমন সিদ্ধান্তকে স্কটিশ পুলিশ মুসলিম অ্যাসোসিয়েশনের(এসপিএমএ) পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে। ২০১০ সালে গড়ে উঠা এ সংগঠনটির নেতাদের অভিমত এমন সিদ্ধান্ত মুসলিম সম্প্রদায়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে সহায়ক হবে।

এদিকে এ সিদ্ধান্তকে মুসলিম সংখ্যা লঘু সম্প্রদায়সহ দেশটির অন্যান্য মহল থেকে স্বাগত জানানোয় ধন্যবাদ জানিয়েছেন স্কটিশ পুলিশের চীফ কনস্টেবল ফিল গর্মলি। তিনি বলেছেন, ‘আমি এই ঘোষণায় আনন্দিত। মুসলিম সম্প্রদায় এবং এখানকার সংখ্যাগুরু সম্প্রদায়ের পাশাপাশি পুলিশ কর্মকর্তা ও কর্মীদের উভয়ের সমর্থনকে স্বাগত জানাই’।

তিনি আশা প্রকাশ করে বলেন, এ ধরণের অভিন্ন সিদ্ধান্ত আমাদের স্টাফদের আরো বৈচিত্রপূর্ণ করবে। তাদের দক্ষতা, যোগ্যতা এবং ব্যক্তিগত গুণাবলীর কারণে স্কটল্যান্ড পুলিশ আরো সমৃদ্ধ হবে।

এর আগে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ তাদের ইউনিফর্মের অংশ হিসেবে হিজাবের অনুমোদন দেয় অন্তত এক দশকেরও বেশি সময় আগে।  

স্কটিশ পুলিশের এ প্রতিবেদনে বলা হয়, ২০১৫-১৬ সালে দেশটির পুলিশ বাহিনীতে যোগদানের জন্য ৪ হাজার ৮০৯ টি আবেদন জমা পড়ে। যার মধ্যে ১২৭টি ছিলো সংখ্যা লঘু সম্প্রদায়ের মধ্য থেকে।

স্কটিশ পুলিশ মুসলিম অ্যাসোসিয়েশনের (এসপিএমএ) প্রধান ফাহাদ বশির বলেন, এটা একটা সঠিক নির্দেশনার মাধ্যমে একটি ইতিবাচক সিদ্ধান্ত। আমি এ জন্য আনন্দিত যে, এসপিএমএ দীর্ঘদিন ধরে পুরো স্কটল্যান্ডে যে ধরণের পরিবেশ আশা করছিল সে ধরণের একটি ভালো উদ্যোগ স্কটিশ পুলিশ নিয়েছে।

তার মতে, নি:সন্দেহে এ সিদ্ধান্ত মুসলিমসহ অন্যান্য সংখ্যালঘু নারীদের পুলিশে যোগদানের ক্ষেত্রে উৎসাহ যোগাবে।

 

টাইমস/এমএস

Share this news on: