যুদ্ধ হলে ধ্বংস হবে ইরান: ডোনাল্ড ট্রাম্প

আমেরিকার সঙ্গে যুদ্ধ হলে ইরান ধ্বংস হয়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার এক টুইটে এই হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। খবর বিবিসির।

ডোনাল্ড ট্রাম্প টুইটে বলেন, ‘ইরান যদি যুদ্ধ চায়, তাহলে সেটি হবে ইরানের আনুষ্ঠানিক সমাপ্তি। ইরান যেন ভবিষ্যতে আর কখনোই যুক্তরাষ্ট্রকে হুমকি না দেয়।’

যুক্তরাষ্ট্র ও ইরান- দুই দেশ মুখে যুদ্ধ না চাওয়ার কথা বললেও পরস্পরকে হুমকি দিয়েই যাচ্ছে। এতে উত্তেজনা কমার বদলে বরং সম্পর্কের টানাপোড়ন বাড়ছে। এর মধ্যে ইরানকে নতুন করে এই হুমকি দিলেন ট্রাম্প।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র অতিরিক্ত যুদ্ধজাহাজ এবং যুদ্ধবিমান মোতায়েন করেছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে টানটান উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে অস্থিরতা বিরাজ করছে।

এ অবস্থার মধ্যেই সৌদি বাদশাহ মোহাম্মদ সালমান মক্কা নগরীতে আরব লিগ ও উপসাগরীয় দেশগুলোর জোট জিসিসি সদস্যদের বৈঠক ডেকেছেন।

যদিও কয়েক দিন আগেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধ চায় না।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফও বলেছিলেন, যুদ্ধের কোনো সম্ভাবনা নেই।

যুক্তরাষ্ট্র নতুন করে ইরানের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করার পর থেকে ওয়াশিংটন-তেহরানের মধ্যে উত্তেজনা শুরু হয়। মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরও জোরদার হওয়ার প্রেক্ষিতে উত্তেজনা আরও বৃদ্ধি পেলে মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী বহর ও পারমাণবিক বোমা বহনে সক্ষম বি-৫২ বোমারু বিমান মোতায়েন করে যুক্তরাষ্ট্র।

তারপর থেকে পক্ষ দুটির মধ্যে যে কোনো সময় যুদ্ধ বেধে যেতে পারে আশঙ্কায় ওই অঞ্চলজুড়ে প্রবল উদ্বেগ দেখা দিয়েছে।

 

টাইমস/এইচইউ

Share this news on: