প্রচণ্ড গরমে গাড়ি ঠাণ্ডা রাখতে গোবরের প্রলেপ!

প্রচণ্ড গরমে নিজের গাড়ি ঠাণ্ডা রাখতে ভারতের আহমেদাবাদের এক ব্যক্তি যা করেছেন তাতে আশ্চর্য বনে গেছেন সবাই।

গরমে গাড়িকে ঠাণ্ডা রাখতে পুরো গাড়িতে গোবরের প্রলেপ দিয়েছেন তিনি।

তারপর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে 'কুলিং হ্যাক' ক্যাপশনে গোবরে ঢাকা গাড়ির ছবি পোস্ট করার পর তা ভাইরাল হয়ে যায়।

রুপেশ গৌরঙ্গ দাস নামের এক ফেসবুক ব্যবহারকারী গোবরে ঢাকা গাড়ির ছবি শেয়ার করে লিখেছেন, আমার দেখা গোবরের সর্বোত্তম ব্যবহার।

তিনি লিখেছেন, ছবিটি আহমেদাবাদ থেকে নেওয়া। ৪৫ ডিগ্রি তাপমাত্রায় গাড়ি যাতে গরম না হয় সেজন্য গোটা গাড়িকে গোবর দিয়ে প্লাস্টার করে দিয়েছেন মিসেস সেজাল শাহ নামের এক নারী। ঠাণ্ডা থাকুন।

ফেসবুকে শেয়ার করা দুটি ছবিতে দেখা গেছে, সেডান গাড়িটিকে পুরোপুরি গোবরের প্রলেপ দেওয়া হয়েছে।
ছবিটি ভাইরাল হওয়ার পর অনেকে জানতে চেয়েছেন যে, গোবরের গন্ধ গাড়ির মালিক কীভাবে সহ্য করেছেন।

অনেকেই জানতে চেয়েছেন যে, এই পদ্ধতিতে গাড়িটি সত্যিই ঠাণ্ডা হয়েছে কিনা।

 

টাইমস/জেডটি

Share this news on: