মোদির শপথে আমন্ত্রিতদের তালিকায় নেই ইমরান খান

৩০ মে দ্বিতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদি। শপথ অনুষ্ঠানে একাধিক দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে। তবে আমন্ত্রণ পাননি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

জানা যায়, আপাতত যে আমন্ত্রিতদের তালিকা প্রকাশ করা হয়েছে তাতে নেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের নাম। এর আগে ২০১৪ সালে প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার শপথ নেওয়ার অনুষ্ঠানে প্রতিবেশী দেশগুলোকে গুরুত্ব দিয়ে সার্কভুক্ত সব দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের আমন্ত্রণ জানিয়েছিলেন মোদী। তখন মোদির শপথ গ্রহণের অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি ভবনে উপস্থিত ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।

কিন্তু এবার পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ইমরান খানের ভাগ্যে তা ঘটছে না বলে নয়া দিল্লির কয়েকটি সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে রয়টার্স।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে সোমবার জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে বিমসটেকের (বে অব বেঙ্গল ইনশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন) অন্তর্গত দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে। এরই মধ্যে বাংলাদেশ, মিয়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, নেপাল, ভুটানের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি আমন্ত্রণ জানানো হয়েছে মরিশাসের প্রধানমন্ত্রীকেও।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় দেশটির নিরাপত্তা বাহিনীর ওপর হামলা করে সন্ত্রাসীরা। ভারতের পক্ষ থেকে এ জন্য পাকিস্তানকে দায়ী করা হয়। একে কেন্দ্র করে দুই দেশের মধ্যে ঠাণ্ডা সম্পর্ক শুরু হয়। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এর জবাব দেবেন বলে জানিয়ে দেন। পরে পাকিস্তানে বিমান হামলাও করে ভারত। ওই হামলায় এক ভারতীয় পাইলট পাকিস্তানের কাছে ধরা পড়ে। যাকে দুদিনের মধ্যে ভারতের কাছে ফেরত দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তবে তাতেও সম্পর্কের বরফ গলেনি।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
যেকোনো উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া বিএনপি: কাদের Apr 25, 2024
img
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত শনিবার: শিক্ষা প্রতিমন্ত্রী Apr 25, 2024
img
ফ্যাটি লিভারের সমস্যা প্রতিরোধে জীবনযাপনে আনুন ৫ পরিবর্তন Apr 25, 2024
img
নেতানিয়াহুর পদত্যাগ দাবি করলেন ন্যান্সি পেলোসি Apr 25, 2024
img
উপজেলা নির্বাচন ব্যর্থ হলে গণতন্ত্র ক্ষুণ্ন হবে : সিইসি Apr 25, 2024
img
শপথ নিলেন আপিল বিভাগের ৩ বিচারপতি Apr 25, 2024
img
যুদ্ধ কখনো কোনো সমাধান দিতে পারে না : প্রধানমন্ত্রী Apr 25, 2024
img
২৩ এপ্রিলকে চলচ্চিত্রের কালো দিবস ঘোষণা Apr 25, 2024
img
ইতিহাস গড়লেন অভিনেত্রী বাঁধন Apr 25, 2024
img
হিট অ্যালার্ট নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস, মে’র প্রথম সপ্তাহে বৃষ্টির আভাস Apr 25, 2024