চলে গেলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ সিনিয়র  

 

যুক্তরাষ্ট্রের ৪১ তম প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ সিনিয়র মারা গেছেন।  যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় তার মৃত্যু হয় বলে তার পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে।

বিবৃতিতে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরেই তিনি রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। হিউস্টনে তিনি মৃত্যুবরণ করেছেন।

এ বছরের ১৭ এপ্রিল, ৯২ বছরে বুশের স্ত্রী বারবারা বুশ মারা যান। তাদের সন্তানদের মধ্যে অনত্যম সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এবং সাবেক ফ্লোরিডার গভর্নর জেব বুশ।

তিনি ১৯২৪ সালের ১২ জুন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেট্‌স-এ জন্মগ্রহণ করেন। ১৯৮০ সাল থেকে দুই মেয়াদে তিনি রোনাল্ড রিগ্যানের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৮ সালে ডেমোক্র্যাট থেকে যুক্তরাষ্ট্রের ৪১তম প্রেসিডেন্ট নির্বাচিত হন।

রুশ-মার্কিন শীতল যুদ্ধের শেষ সময়ে যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দেন বুশ সিনিয়র। তার শাসনামলেই প্রথম উপসাগরীয় যুদ্ধ হয়। ওই যুদ্ধে কুয়েত থেকে ইরাকি সেনাদের হটিয়ে দেয় মার্কিন সেনাবাহিনী, তবে তারা ইরাকে অভিযান চালায়নি। তার নির্দেশেই পানামা দখল করে যুক্তরাষ্ট্র।

Share this news on: